দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার আরেকটি নতুন গান আসছে।
শিরোনাম ‘ভেজা ভেজা রাত ভেজা ভেজা মন’। নন্দিত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় এর সুর করেছেন মো. সাদেক আলী। এরই মধ্যে বাংলাদেশ বেতারে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
ঈদের দিন সকাল ১১টায় রুনা লায়লার নতুন এ গানটি বাংলাদেশ বেতারে প্রচারিত হবে।
গানটি নিয়ে রুনা লায়লা বলেন, আমার বাদ্যযন্ত্রী দলের একজন সাদেক আলী। তিনি বলেছিলেন, মোহাম্মদ রফিকউজ্জামান সাহেবের লেখা একটি গানের সুর করেছেন। আমাকে দিয়ে সেই গান গাওয়াতে চান। এরপর আমি গানটি শুনি। কথাগুলো চমৎকার। শোনার পর আমারও ভীষণ ভালো লেগেছে। ভাবলাম, ভালো লেগেছে যেহেতু, গানটি গাই। গানটি গাইবার পরও তৃপ্ত। গানটি প্রচারের পর শুনলে সবার ভালো লাগবে, এমনটা আশা করছি।