অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রণ পাওয়াটাই বড় বিষয়: নুসরাত

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রিসেপশনে আমন্ত্রণ পেয়েছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে আম্বানি পরিবারের পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। 

কলকাতায় ফিরে আম্বানি পরিবারের সেই পার্টির বর্ণনা দেন এই অভিনেত্রী। নুসরাত বলেন, ‘অনন্ত-রাধিকার রিসেপশনে আমন্ত্রণ পাওয়াটাই ছিল একটা বড় বিষয়। একেবারে রাজকীয় অভিজ্ঞতা। পুরো বেনারসের সাজানো হয়েছিল বিয়ে বাড়ি। মনে হচ্ছিল যেন এক টুকরো বারানসী উঠে এসেছে। সাজগোজ, খাবার দাবার, ডেকোরেশন সবকিছু ছিল লার্জার দ্যান লাইফ। এত সুন্দর সেজেছিল প্রত্যেকে যে দেখার মত।’

তিনি বলেন, ‘আমিও নিজের মত করে চেষ্টা করেছিলাম নিজেকে স্টাইল আপ করার। খাবার দাবারও ছিল এলাহি। বিশ্বের কোনও প্রান্তের খাবার বাদ ছিল না। তবে আমি ব্যক্তিগতভাবে যেহেতু একটি গুজরাতি বিয়েতে যোগ দিতে গিয়েছিলাম তাই আমি এবং যশ গুজরাতি খাবারই খেয়েছি।’

নুসরত বলেন, ‘প্রত্যেক অতিথিকে তারা এত সম্মান দিয়েছেন যে সত্যি মনে রাখার মত। কোন ত্রুটি চোখে পড়েনি। তাদের অতিথি আপ্যায়নে এক কথায় আমি ও যশ আপ্লুত। সত্যি জীবনে একটা বড় অভিজ্ঞতা হল। আর আরও ভাল লাগলো বহু পরিচিত মানুষ এবং শিল্পীদের সঙ্গে দেখা হলো। আমাদের কলকাতারও বেশ কিছু শিল্পী উপস্থিত ছিলেন। তাছাড়াও দেশ-বিদেশের অনেক গুণীজনরা এসেছিলেন যাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হওয়া একটা লাইফ টাইম মেমোরি।’