নতুন সিনেমা নিয়ে আসছেন টম ক্রুজ

হলিউড অভিনেতা  টম ক্রুজের নতুন সিনেমা নিয়ে দর্শকদের সবসময় আগ্রহ থাকে বেশি। কবে মুক্তি পাবে তার নতুন সিনেমা। এ নিয়ে চলে জল্পনা। তাই ভক্তদের নতুন মিশনের খবর জানালেন টম। ভ্যারাইটি থেকে জানা যায় ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের নতুন সিনেমা ‘মিশন ইম্পসিবল-ফাইনাল রেকনিং’। সোমবার (১১ নভেম্বর) রাতে সিনেমাটির প্রথম ট্রেলার মুক্তি পায়।  

ইথান হান্টের প্রতিটি মিশন নিয়ে সবসময় আগ্রহী থাকেন দর্শক। গত বছর মুক্তি পেয়েছিল মিশন: ইম্পসিবলের একটি সিনেমা। সিনেমাটির ট্রেলারে টম ক্রুজ দর্শককে বিস্মিত করেছেন অসাধারণ সব স্টান্ট ও অ্যাকশন দিয়ে। তবে মিশন: ইম্পসিবল এইটের মধ্য দিয়েই সম্ভবত শেষ হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজি। এই ধারণার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এ সিরিজ আগের মতো দর্শক টানতে পারছে না আর এটা বেশ ভাবাচ্ছে নির্মাতাদের। 

 ২০ কোটি ডলারে নির্মিত ডেড রেকনিং পার্ট ওয়ান ৫০ কোটি ডলারের মতো আয় করেছে, কিন্তু আশা ছিল আরো বেশি। ডেড রেকনিং পার্ট টুর নাম বদলে ফাইনাল রেকনিং রাখার কারণে ধারণা করা হচ্ছে এটি সিরিজের শেষ সিনেমা হবে। এছাড়া টম ক্রুজের বয়সও গুরুত্বপূর্ণ কারণ। আরো দুই তিন বছর পর এখনকার মতো স্টান্ট করা সম্ভব হবে না তার পক্ষে।

এবারের সিনেমাটির মধ্য দিয়ে আবারো পরিচালকের আসনে থাকছেন ক্রিস্টোফার ম্যাকুয়ের।  সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরই। কিন্তু ব্যবসা, শুটিং ও নানা জটিলতার কারণে এটি পেছানো হয়েছে। সবশেষ জানা গেছে সিনেমাটা মুক্তি পাবে ২০২৫ সালের ২৩ মে।