বিপদ পিছু ছাড়ছে না দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা আল্লু অর্জুনের। সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনার আগুন নিভে যায়নি এখনো। এরমধ্যেই এবার কংগ্রেস নেতার রোষানলে ‘পুষ্পা’ খ্যাত দক্ষিণী তারকা আল্লু অর্জুন।
তেলঙ্গানার কংগ্রেস নেতা তিনমার মাল্লান্নার আপত্তি তুলেছেন আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার একটি দৃশ্য নিয়ে। সুপারহিট এই ছবিতে পুলিশ কর্মীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার।
জানা গেছে, আপত্তি জানিয়ে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার পরিচালক সুকুমার, মুখ্য চরিত্রের অভিনেতা আল্লু অর্জুন এবং প্রযোজকদের বিরুদ্ধে হায়দরাবাদের মেদিপল্লি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তেলঙ্গানা আইন পরিষদের সদস্য তিনমার মাল্লান্নার।
ছবির একটি দৃশ্যে অভিনেতা ফাহাদ ফাজিল অভিনীত চরিত্র এসপি ‘ভঁওয়ার সিং শেখাওয়াত’-কে সুইমিং পুলে ফেল দেয় ‘পুষ্পা’ আল্লু। এরপর মদ্যপ অবস্থায় ‘পুষ্পা’ সেই সুইমিং পুলে মূত্রত্যাগ করে। কংগ্রেস নেতার দাবি, এমন দৃশ্য পুলিশবাহিনীর জন্য অত্যন্ত অপমানজনক। অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
অন্যদিকে, সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু মামলায় সোমবার (২৩ ডিসেম্বর) ফের পুলিশ সমন পাঠায় আল্লু অর্জুনকে। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরা দিতে বলা হয়েছে এই সুপারস্টারকে। সূত্র: হিন্দুস্তান টাইমস