ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নায়িকার ছেলে নিশাত রহমান মণি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি মাসের শুরুর দিকে জ্বরে পড়েন তিনি। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি আছেন তিনি।
নিশাত জানান, জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গেল ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন অঞ্জনা। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। তিনি মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নিশাত মণি আরও বলেন, হাসপাতালে জ্বর নিয়ে আম্মুকে ভর্তি করানো হলেও কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা চললেও এখনও আম্মু সুস্থ হননি। এখন আম্মুকে ভালও বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না।
নৃত্যশিল্পী থেকে চিত্রজগতে পা রাখেন অঞ্জনা। নাচের গুণেই দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন তিনি। ১৯৭৬ সালে ‘সেতু’ সিনেমা দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন তিনি। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন তিনি।