গিনেস ওয়ার্ল্ড বুকে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে ব্যান্ডটি তাদের ওয়ার্ল্ড ট্যুরে এসেছিল ভারতে। জানুয়ারিতে ভারতের মুম্বাই ও আহমেদাবাদে সব মিলিয়ে পাঁচটি শো করেছেন ক্রিস মার্টিনরা। সেখানে এসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লেখাল ক্রিস মার্টিনরা। মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে সদ্য অনুষ্ঠিত হওয়া কোল্ডপ্লের এবারের কনসার্টে। 

ব্রিটিশ ব্যান্ডটির ওয়ার্ল্ড ট্যুর শেষ হতে এখনও আট মাস বাকি। কিন্তু এর আগেই তাদের বিশ্ব রেকর্ড!  এরপরই ব্যান্ডটির নাম উঠল গিনেস বুকে।

এর আগে এই রেকর্ড ছিল মার্কিন গায়িকা টেইলর সুইফটের দখলে। এই গায়িকার ‘দ্য ইরাস ট্যুরে’ সবচেয়ে বেশি দর্শক হয়েছিল। কিন্তু এবার সেই নজির ভেঙে দিল কোল্ডপ্লের ‘মিউজিক অব দ্য স্ফিয়ার্স ট্যুর’।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য মতে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পরিসংখ্যান অনুসারে, ২৫ ও ২৬ জানুয়ারি ব্রিটিশ এই ব্যান্ডের আহমেদাবাদ কনসার্টে ২,২৩,০০০ দর্শক উপস্থিত হয়। এর মধ্যে ভারতের প্রজাতন্ত্র দিবসে ২৬ জানুয়ারি আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শো করে ভারত অধ্যায় শেষ করে কোল্ডপ্লে। যেখানে শেষ দিন ১ লাখ ৩৪ হাজার মানুষ কনসার্টটি উপভোগ করেন। এরপরই রেকর্ড বুকে নাম ওঠে তাদের। তাদের ওয়ার্ল্ড ট্যুর শেষ হতে আরও আট মাস বাকি। তার আগেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ব্রিটিশ এই রক ব্যান্ডটি। চলতি মাসেই মুম্বাই এবং আহমেদাবাদে সব মিলিয়ে পাঁচটি শো করেছে ব্রিটিশ এই ব্যান্ড।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) গিনেস বুক অব ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়, মিউজিক ট্যুরে ইতিহাস গড়েছে ব্রিটিশ রক ব্যান্ড। এই প্রথমবার কোনো মিউজিক ট্যুরে এত বেশি দর্শক হয়েছে। নতুন নজির গড়া কোল্ডপ্লেকে শুভেচ্ছাও জানানো হয়েছে গিনেসের পক্ষ থেকে।