লালনশিল্পী ফরিদা পারভীন শনিবার (১ ফেব্রুয়ারি) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ‘অনেকটা ভালো’ বলে জানিয়েছেন তার মেয়ে দিহান ফারিয়া।
ফরিদা পারভীনকে দুই- তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া যাবে বলে আশা করছেন মেয়ে দিহান ফারিয়া।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফারিয়া বলেন, ‘আম্মা আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আছেন, দুই তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে পারব।’
ফরিদা পারভীনের চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেছেন, তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি।
ফরিদা পারভীনের স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকি বলেছেন, তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে আরও ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউ’তে থাকতে হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস আল্লাহ তায়ালার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।
ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।