নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে গেল অমর একুশের কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’, তবে এটি রোজার ঈদের পর অনুষ্ঠিত হবে। এমনই জানিয়েছেন আয়োজকরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উন্মুক্ত এই কনসার্ট শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তা স্থগিত করেন আয়োজকেরা।
হঠাৎ কনসার্টটি স্থগিত করার কারণ হিসেবে আয়োজকেরা নিরাপত্তার কথা উল্লেখ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। অংশগ্রহণকারী, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
‘আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। এটি পিছিয়ে পরের সপ্তাহে করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই ঈদের পর আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
কনসার্টটির প্রধান আকর্ষণ-- নগরবাউল জেমস। এতে আরও গান গাওয়ার কথা রয়েছে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।
এর আগে আয়োজকেরা জানিয়েছিলেন, দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে এটি, যেখানে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবেন।