লঞ্চে নারীদের মারধর নিয়ে যা বললেন সুনেরাহ

মুন্সীগঞ্জে লঞ্চে নৌভ্রমণে যাওয়া দুই নারীকে প্রহারের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রহারের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

‘দাগি’ খ্যাত এই অভিনেত্রী তার ফেসবুকে দেওয়া এক পোস্টে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘বিরক্তির সীমা থাকা দরকার’

এদিকে লঞ্চে প্রকাশ্যে নারীদের প্রহারের ঘটনায় সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। জানা যায়, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩ তলা লঞ্চ এমভি ক্যাপ্টেনে এ ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কিছু লোক লঞ্চটিতে করে পিকনিকে বের হন। চাঁদপুর ঘুরে লঞ্চটি ঢাকায় ফেরার পথে খাবার কেনার জন্য মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে। এ সময় মারধরের ঘটনা ঘটে।