জবানবন্দি দিতে আদালতে পরীমণি

আলোচিত-সমালোচিত ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিকে ২০২১ সালে ঢাকার বোট ক্লাবে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগ ওঠে। ওই ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। 

সোমবার (২৬ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। মমলার জবানবন্দি দিতে আদলতে হাজির হয়েছেন অভিনেত্রী।

মামলা সূত্রে জানা গেছে, মামলার নথিতে পরীমণি উল্লেখ করেছেন, ২০২১ সালের ৯ জুন রাতে অভিনেত্রী তার বন্ধু-বান্ধবদের নিয়ে বোট ক্লাবে ঢুকলে সেখানকার সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ শহিদুল আলম তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেন। 

এ ঘটনার ৫ দিন পর ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণি সাভার থানায় নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমিসহ অজ্ঞাত আরও ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢালিউড অভিনেত্রী।

অন্যদিকে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকি ও বোট ক্লাবে ভাঙচুরের অভিযোগ তুলে পরীমণির বিরুদ্ধে মামলা করেন নাসির উদ্দিন। গত বছরের ১৮ মার্চ নায়িকার বিরুদ্ধে মামলা করেন বাদী নাসির। হত্যার হুমকি ও বোট ক্লাবে ভাঙচুরের মামলায় গত জানুয়ারিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয় পরীমণির বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।