বাণিজ্যিক সিনেমা থেকে কোয়েলের বিদায়

বাণিজ্যিক সিনেমা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বর্তমানে মনোযোগ দিচ্ছেন ভিন্নধর্মী চরিত্র ও কনটেন্ট-ভিত্তিক সিনেমার দিকে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবি নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাণিজ্যিক ছবিতে আর আগ্রহ না থাকার কথা স্পষ্ট করেন কোয়েল।

তাঁর ভাষায়, ওই ছবিগুলোর জন্যই আজকের আমি। কিন্তু এখন সময় বদলেছে, আমিও অনেকটা পরিণত হয়েছি। ওই ধরনের ছবির কোটা আমার শেষ বলা যায়।

এ ছাড়া কোয়েল বলেন, নতুন প্রজন্ম কীভাবে এগিয়ে আসছে তা দেখতে চান তিনি। যদিও এখন আগের মতো বাণিজ্যিক সিনেমার সংখ্যা কমে গেছে। তবুও তিনি মনে করেন, বাণিজ্যিক ও কনটেন্ট-ভিত্তিক সব ধরনের সিনেমার মধ্যে ভারসাম্য থাকা উচিত।

ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করার প্রসঙ্গে কোয়েল বলেন, আমার তো মনে হয় সবে কাজ শুরু করলাম। কীভাবে এতগুলো বছর কেটে গেল, বুঝতেই পারিনি!