একুশে পদকপ্রাপ্ত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরেই অসুস্থ। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎধানী অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত কয়েক বছর যাবত কিডনির রোগ, শ্বাসকষ্ট জনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে গায়িকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন।
ফরিদার পারভীন স্বামী গাজী আব্দুল হাকিম গণমাধ্যমে বলেন, ‘ওনার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা খুব খারাপ এটা তো সত্য। কিন্তু উনি এখনও বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। যা আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে।’
সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন ফরিদা পারভীনের স্বামী।
বলে রাখা ভালো, ২০১৯ সাল থেকে কিডনি রোগে আক্রান্ত গুণী এ সংগীতশিল্পী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।