ঘরে বসেই দেখা যাবে গত কোরবানির ঈদে সাড়া ফেলা তানিম নূরের 'উৎসব' সিনেমা। আগামী ৭ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা। এক বিজ্ঞপ্তিতে চরকি কর্তৃপক্ষ এ সংবাদ জানিয়েছে।
ওটিটিতে 'উৎসব' মুক্তি পাওয়ার আনন্দে তানিম নূর বলেন, ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। এই মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সিনেমা দেখেন। আমি আশা করছি ছেলেবেলায় যেভাবে পরিবারের সঙ্গে ঘরে বসে নাটক–সিনেমা দেখতাম, সেভাবেই নিজ নিজ ঘরে বসে দর্শকেরা 'উৎসব' সিনেমাটি দেখবেন।
থ্রিলার, অ্যাকশন আর সহিংসতার বাইরে পারিবারিক গল্পের এই সিনেমাটি চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারলের’ ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন তানিম।
এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।
সিনেমার গল্পটি এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা ওই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যান তার অতীত, বর্তমান দিনে এমনকি ভবিষ্যতেও।