অভিনেত্রী ভূমি বোনকে নিয়ে শুরু করলেন ব্যবসা

বলিউডের অনেক অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত আছেন। এবার অভিনেত্রী ভূমি পেডনেকার বোনকে নিয়ে শুরু করলেন নিজের ব্যবসাপ্রতিষ্ঠান। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তারা। দুই বছর ধরে উদ্যোগটি নিয়ে কাজ করছেন অভিনেত্রী ভূমি ও তার বোন। তাদের প্রতিষ্ঠানের নাম ব্যাকবে।

তারকাদের ব্র্যান্ড মানেই আকাশছোঁয়া দাম। থাকে মধ্যবিত্তের নাগালের বাইরে। এক্ষেত্রেও উল্টো পথে হেঁটেছেন দুই বোন। ৫০০ মিলিলিটারের দাম ১৫০ রুপি এবং ৭৫০ মিলিলিটার প্যাকেটের দাম রাখা হয়েছে ২০০ রুপি।

ভূমি পেডনেকার বলেন, প্রিমিয়াম ওয়াটার হলেও আমরা চেয়েছি দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে। হিমাচলে আমরা নিজেদের প্ল্যান্ট তৈরি করেছি। আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের বেশিরভাগই নারী, এটাই আমাদের ব্র্যান্ডের মূল্যবোধ। আমাদের দৈনিক উৎপাদন ক্ষমতা ৪৫ হাজার বক্স।