পাকিস্তান শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হানিয়া আমির তার আকর্ষণীয় ব্যক্তিত্ব, ডিম্পল ও উজ্জ্বল উপস্থিতির কারণে ভক্তদের হৃদয় জয় করেছেন। তার মিষ্টি হাসি, প্রাণবন্ত অভিনয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে আলাদা করে তুলেছে।
জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হানিয়া
তবে তার সৌন্দর্যের পেছনে রয়েছে কিছু যত্নশীল রুটিন
হানিয়া নিয়মিত হালকা ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিষ্কার রাখেন, যা প্রাকৃতিক তেল নষ্ট না করেই ত্বককে মসৃণ করে। শিট মাস্কের ব্যবহারও তার ত্বক উজ্জ্বল রাখার অন্যতম গোপন রহস্য। সারাদিন পর্যাপ্ত পানি ও জুস পান করে তিনি ত্বকের হাইড্রেশন বজায় রাখেন। বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করেন এবং নিয়মিত ময়েশ্চারাইজার ও টোনার প্রয়োগ করেন।
এছাড়া সপ্তাহে দুইবার এক্সফোলিয়েশন করে মৃত কোষ দূর করেন তিনি। খাদ্যতালিকায় থাকে প্রচুর ফলমূল ও শাকসবজি, যা ভেতর থেকে ত্বককে পুষ্টি জোগায় এবং উজ্জ্বল রাখে।
তবে হানিয়ার সৌন্দর্য নিয়ে বিতর্কও রয়েছে। পাকিস্তানের একটি টেলিভিশন শোতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আরিজ খালিদ দাবি করেন, হানিয়া প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার সৌন্দর্য বৃদ্ধি করেছেন। বিশেষ করে গালের টোল, নাক, ঠোঁট, থুতনি ও ভ্রুতে পরিবর্তন করেছেন বলে মন্তব্য করেন তিনি। যদিও তিনি এটাও স্বীকার করেন, হানিয়ার গায়ের রং প্রাকৃতিকভাবেই ফর্সা এবং তিনি স্বাভাবিকভাবেই একজন সুন্দরী অভিনেত্রী।
হানিয়া আমিরের সৌন্দর্য প্রকৃত নাকি কৃত্রিমে নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা। তবে ভক্তদের কাছে তিনি নিঃসন্দেহে পাকিস্তান শোবিজের অন্যতম আকর্ষণীয় তারকা।