পাকিস্তানি অভিনেত্রী ও টিভি হোস্ট আমিনা মালিক সম্প্রতি এক সাক্ষাৎকারে তার মাতৃত্ব, মানসিক স্বাস্থ্য ও জীবনের একটি বেদনাদায়ক অধ্যায় শেয়ার করেছেন।
সামা টিভির মর্নিং শো ‘সুবাহ কা সামা’-তে হোস্ট মাদেহা নকভির সঙ্গে আলাপচারিতায় আমিনা জানান, মাতৃত্ব তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলেও, এই পথে তার অভিজ্ঞতা ছিল বেদনার্ত ও সংগ্রামের। তিনবার গর্ভপাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সাত মাস ও পাঁচ মাসের গর্ভের সন্তান মৃত অবস্থায় জন্মেছিল। ২০২০ সালেও একটি দুঃখজনক ঘটনা ঘটে।
এমন গভীর শোক ও ট্রমার পর, সন্তান নেওয়ার ভাবনাই তার কাছে ভয়ানক হয়ে দাঁড়ায়। তিনি বলেন, এই ক্ষতির আগে আমার একটি কন্যা সন্তান ছিল। এরপর সিদ্ধান্ত নিই, আর সন্তান নেওয়ার চেষ্টা করব না। এখন কেউ যদি সন্তান নেওয়ার কথা বলে, আমি তাকে থাপ্পড় মারব।
তবে, ভাগ্যের পরিহাসে, এই দুঃখজনক অধ্যায়ের পর জন্ম নেওয়া তার কনিষ্ঠ কন্যা সন্তান তার জীবনের মানসিক ও পারিবারিক চিত্র পুরোপুরি বদলে দেয়। বর্তমানে তিনি দুই কন্যা সন্তানের জননী এবং তাদের ঘিরেই গড়ে তুলেছেন নতুন জীবনের রূপরেখা।
সাক্ষাৎকারে আমিনা প্রক্রিয়াজাত খাবার বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং বলেন, ‘আমি চেষ্টা করি অতিথিদেরও ঘরের তৈরি খাবার খাওয়াতে।’
ব্যক্তিত্ব ও মূল্যবোধ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি মিথ্যাবাদী মানুষ সহ্য করতে পারি না। জীবনে সব সময় সহজ ও সত্য সম্পর্ককে গুরুত্ব দিয়েছি।’
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রসঙ্গে আমিনা বলেন, শুধু বন্ধু বা আত্মীয়দের ওপর নির্ভর না করে পেশাদার মানসিক পরামর্শ নেওয়া উচিত। মানসিক চাপ গোপন না রেখে খোলামেলা আলোচনা করাটা জরুরি।
অভিনয় জীবনের বাইরে আর্থিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি সহকর্মী অভিনেত্রীদের উদ্দেশে বলেন, অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করুন। যারা পরিবারকে সমর্থন করেন, তাদের জন্য প্রযোজকদের আরও বেশি সুযোগ করে দেওয়া উচিত।
তিনি জানান, ভবিষ্যতে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করার ইচ্ছে রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
আমিনা মালিক পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও টেলিভিশন হোস্ট। তিনি ‘মেরা দিল মেরা দুশমন’, ‘মায়ি রি’, ‘লাপাতা’, ‘খাস’, ‘বেবাক’, ‘সোতেলি মমতা’, ‘দেওয়ার-ই-শব’, ‘মা সদকা’সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি এআরওয়াই ডিজিটাল-এর আলোচিত সিরিজ ‘শের’-এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন।