দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অস্কারের সোনালি ট্রফি উঠলো হলিউডের কিংবদন্তী অভিনেতা টম ক্রুজের হাতে। 'মিশন ইম্পসিবল' খ্যাত এই তারকা প্রথমবার নিজের ঝুলিতে ভরলেন একাডেমি অ্যাওয়ার্ড। তবে এটি তার ঝুঁকিপূর্ণ স্টান্টের জন্য নয়, বরং চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মানসূচক অস্কারে ভূষিত করা হয়েছে।
চলতি বছরের জুন মাসেই অস্কার একাডেমি ঘোষণা করেছিল যে গভর্নরস অ্যাওয়ার্ডসে টম ক্রুজকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী, রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত গভর্নরস অ্যাওয়ার্ডের জমকালো মঞ্চে প্রখ্যাত মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো ইনারিতু এই কিংবদন্তী অভিনেতার হাতে সম্মানসূচক অস্কার তুলে দেন।
১৯৮৭ সালে প্রথম অস্কারের জন্য মনোনয়ন পেলেও তখন ভাগ্য সুপ্রসন্ন ছিল না বিশ্বের জনপ্রিয় এই তারকার। অবশেষে সম্মানসূচক অস্কার পেয়ে মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়েন টম ক্রুজ।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্ন বিষয়কে উপলব্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আমরা আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। ফলে চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে এটি তারই অংশ।’
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’র সভাপতি জ্যানেট ইয়াং এক সংবাদ বিজ্ঞপ্তিতে টম ক্রুজের অবদানের প্রশংসা করে বলেন, ‘একাডেমির বোর্ড অব গভর্নরস এই মেধাবী শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার ও অভিনেত্রী, যাঁর কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে, বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে সম্মোহিত করেছে।’
টম ক্রুজ ছাড়াও এবছর সম্মানসূচক অস্কার পেয়েছেন কোরিওগ্রাফার-অভিনেত্রী ডেবি অ্যালেন, সংগীত তারকা ডলি পার্টন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। এই স্বীকৃতি নিঃসন্দেহে টম ক্রুজের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে এক নতুন পালক যোগ করল।