খবর সংযোগ ডেস্ক: গুপ্তধন 'নিখোঁজ, চুরি বা ক্ষতিগ্রস্ত' হওয়ার অভিযোগে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের একজন স্টাফ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে। নিখোঁজ হওয়া গুপ্তধনগুলোর মধ্যে ছিল স্বর্ণ, গহনা ও কিছু কম মূল্যবান পাথরের রত্ন।
জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বেশিরভাগ আইটেম একটি স্টোররুমে রাখা ছিল। ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশার বলেন, জাদুঘটির হারানো গুপ্তধন পুনরুদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, 'এটি একটি অস্বাভাবিক ঘটনা, আমরা এরই মধ্যেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং নিখোঁজ, ক্ষতিগ্রস্ত ও চুরি জিনিসের সঠিক হিসাব বের করতে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি।' জাদুঘর থেকে বলা হয়,কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মেট্রোপলিটন পুলিশের ইকোনমিক ক্রাইম কমান্ড তদন্ত করছে তবে কাউকে গ্রেফতার করা হয়নি। ব্রিটিশ মিউজিয়ামও নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটিশ মিউজিয়ামের চেয়ারম্যান জর্জ অসবোর্ন বলেন, 'এই বছরের শুরুতে জানতে পারি যে সংগ্রহের জিনিসপত্র চুরি হয়ে গেছে। এরপর থেকে ব্রিটিশ মিউজিয়ামের ট্রাস্টিরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।'