একসঙ্গে বিদেশে গেলেন বিজয়-রাশমিকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিজয় দেবেরাকোন্ডা ও নায়িকার প্রেমের কথা এখন সবারই জানা। নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনো মুখ খোলেননি তারা।

২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এই জুটিকে। এই দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। ‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’র মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার সম্পর্ক ভালো। সেই সময় থেকেই এই জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের।

৫ এপ্রিল ২৮ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী। কিন্তু ৩ এপ্রিল থেকেই নাকি দেশে নেই। যদিও অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে ‘পুষ্পা ২’ ছবিতে রাশমিকার লুক প্রকাশ্যে আনা হয়েছে। শোনা যাচ্ছে, চর্চিত প্রেমিক বিজয়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে নাকি জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী।

গত বছর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল-২০২৪ সালে নাকি বাগদান সারবেন তারা। যদিও এ ধরনের গুজব বরাবরই উড়িয়ে দিয়ে এসেছেন বিজয়। সূত্রের খবর, আপাতত বিজয়-রাশমিকা দুবাইয়ের ইয়াস দ্বীপে অনন্তরা রিসোর্টে ছুটি কাটাচ্ছেন।