লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন কঙ্গনা রানাওয়াত

এতদিন বিজেপি ঘনিষ্ঠ বা মোদি ঘনিষ্ঠ হিসেবেই পরিচিতি ছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তার পরিচয় ভিন্ন। ঘোর সমর্থক থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছেন লোকসভার সদস্য। গত মাসে লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে জয়ী হন কঙ্গনা। সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি।

শপথ নেওয়ার পরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেমন বলেছেন, পুরো দেশ বিরোধীদের আরও দায়িত্বশীল হওয়া প্রত্যাশা করে। এবার বিরোধীরা একটি ভালো বিরোধী হিসাবে প্রমাণিত হবে, তাই এবার তারা কী করে তা দেখা যাক। মাঝে মাঝে শুধু চিৎকার করবে নাকি অন্য কিছু করবে।’ 

শপথগ্রহণ অনুষ্ঠানে কঙ্গনাকে দেখা গেল সাদা শাড়িতে। সঙ্গে একই রঙের ব্লাউজ। কানে ও গলায় সাদা পাথরের সেট।

মান্ডি লোকসভা আসনের জন্য, কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী বিক্রমাদিত্য সিংয়ের সঙ্গে কঙ্গনার কড়া টক্কর হবে এমনটাই আশা করেছিলেন। তবে ফলাফল সামনে আসলে দেখা যায় ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জিতেছেন কঙ্গনা রানাওয়াত।

ভারতে বলিউড অভিনেত্রীদের সংসদীয় রাজনীতিতে আসার ঘটনা নতুন নয়। তবে কঙ্গনা এই সময়ের সবচেয়ে আলোচিত নাম। কৃষক আন্দোলন, নাগরিকত্ব সংশোধন আইন থেকে শুরু করে বির্তকিত সব বিষয়ে বিজেপির প্রতি জোরালো সমর্থন জানিয়ে এসেছেন তিনি। স্বাভাবিকভাবেই কঙ্গনার রাজনীতির অভিষেকে চোখ থাকবে সবার। এবার শপথ অনুষ্ঠানেও নজর কাড়লেন এই অভিনেত্রী।