মিলেছে অনুমতি, আতিফ আসলাম গাইবেন আর্মি স্টেডিয়ামে

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আগামী ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন আতিফ আসলাম। নিরাপত্তা জনিত শঙ্কায় সম্প্রতি কিছু আউটডোর কনসার্ট বাতিল হহওয়ায় ভক্তদের মনে শঙ্কা ছিল আতিফের কনসার্ট নিয়ে। অবশেষে আর্মি স্টেডিয়ামে কনসার্টের অনুমতি পেয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ট্রিপল টাইম কমিউনিকেশনকে অনুমতি দিয়েছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। কনসার্টের ৩৭ দিন আগেই এ অনুমতি পেলো প্রতিষ্ঠানটি। যদিও এর আগেই কনসার্টের সব টিকিট বিক্রি শেষ হয়েছে বলে জানা গেছে।

কনসার্টে আতিফ আসলাম ছাড়াও আরও পারফর্ম করবেন পাকিস্তানের তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। আয়োজক কমিটি এখনই প্রকাশ না করলেও জানা গেছে এই কনসার্টে থাকবে বিশেষ চমক।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ নভেম্বর বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে।