তুমি সবচেয়ে সেরা, কাকে লিখলেন সাদিয়া

শোবিজ অঙ্গনের সর্বমহলে পরিচিত ঢালিউড নির্মাতা রেদোয়ান রনি ও অভিনেত্রী সাদিয়া আয়মান। দীর্ঘদিন চর্চায় রয়েছে তাদের প্রেমের গুঞ্জন। তবে গুঞ্জনের দেয়াল ভেঙে এখনো সহজ স্বীকারোক্তি দেননি এই তারকা জুটি। তবে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছায় এবার সিলমোহর পরেছে তাদের প্রেমের গুঞ্জনে। তবে এখনো শুধু ইশারাতেই সীমাবদ্ধ রয়েছে তাদের প্রেমের খুনসুটি।

গেলো রোববার (২০ অক্টোবর) ঢালিউড নির্মাতা রেদোয়ান রনির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে এক ছাদের নিচে হাজির হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিমসহ বিনোদন জগতের অনেক তারকা। আর সেদিনই যেন নির্মাতার সঙ্গে সাদিয়ার প্রেমের খবর অনেকটাই স্পষ্ট হলো। 

জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক রেদোয়ান রনি। ছবির ক্যাপশনে এই গুণী নির্মাতা তাকে উইশ করায় সবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে নিজের প্রিয়তমাকেও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রেয়সীর প্রতি ভালোবাসা প্রকাশ করে রনি লিখেছেন- আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! 

রনির সেই পোস্টে ভক্তরাও মন্তব্য করলেও সেখানে একটি মন্তব্যে চোখ আটকে গেছে নেটিজেনদের। যেখানে নির্মাতার উদ্দেশে সাদিয়া আয়মান লিখেছেন- ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

ব্যাস এতেই যেন ভক্তদেরও বুঝতে আর বাকি রইলো না যে, প্রেম সাগরের অথই জলে হাবুডুবু খাচ্ছেন সাদিয়া-রনি। এতে নির্মাতা ও অভিনেত্রীর সম্পর্কের সমীকরণ বুঝতে মোটেই বেগ পেতে হয়নি নেটিজেনদের।

তবে এ বিষয়ে জানতে সাদিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে প্রেমের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।