কাজের বিনিময়ে স্বাগতাকে অশালীন প্রস্তাব

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় দেশের মানুষ শঙ্কিত। শোবিজ তারকারাও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বেশ সরব।

একটু আগেই অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা শেয়ার করেছেন মো. ওমর ফারুক নামের এক সাংবাদিকের পোস্ট। তাতে ওই ব্যক্তি লিখেছেন, ‘মেয়েকে ধর্ষণের ৬ দিন পর বাবা কে হত্যা! নির্যাতনের শিকার হওয়া শিশুটির বয়স সব মিলে ১২ বছর হবে! হ্যাংলা পাতলা মেয়ে! গায়ে ওজন হতে পারে ৩০-৩২ কেজি! তার ভাষ্য অনুযায়ী ধর্ষকের বাড়ির পেছনের এক ঝোপের মধ্যে হাত-পায়ে রশি বেঁধে তাকে আটকে রাখা হয়! এক রাতে ৩ বার ধর্ষণ করা হয় শিশুটিকে! পরের দিক সকালে ধর্ষক নিজেই মেয়েটিকে রাস্তায় ফেলে রেখে যায়!

এই ঘটনায় মেয়েটির বাবা ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করলে মামলার শুনানীর আগের রাতে তাকেও হত্যা করা হয়েছে! ভুক্তভোগী মেয়েটি প্রশ্ন করেছিল- ভাইয়া বাবার হত্যার বিচার চাইবো? নাকি আমার উপর হওয়া অমানবিক নির্যাতনের সেটা এখানো বুঝে উঠতে পারছি না! আমার মায়ের কোলে দেড় মাসের একটা ছোট শিশু! আমিও ক্লাস সেভেনে পড়ি! বড় কোন ভাই নেই! কিভাবে আমার সংসার চলবে এটা জানি না! বিচার চাইবো নাকি খেয়ে পরে বেঁচে থাকবো সেই নিশ্চয়তাও পাচ্ছি না! আমি কোন উত্তর না দিয়ে ওর ইন্টারভিউ বন্ধ করে দিয়ে ওরে ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছি! কেননা ওর প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না! আপনাদের কাছে কি আছে ওর প্রশ্নের উত্তর? এই ঘটনাটি ঘটেছে বরগুনা সদরের তুলাতলি কালিবাড়ি এলাকায়, ধর্ষকের নাম সৃজিব চন্দ্র রায় (তবে অনেক চেষ্টার পরেও ধর্ষকের ছবি সংগ্রহ করতে পারিনি)।’

এই পরিস্থিতি নিয়ে জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি তুলে এনেছেন ভিন্ন একটি প্রসঙ্গ। তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন যে তাকে শোবিজের একাধিক লোক যৌন প্রস্তাব দিয়েছে।

স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মদ্ধে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ড দল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন অভিনেত্রী। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।