রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভাঙার ১ মাস পর সেখানে গিয়ে ছবি তুলেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
বুধবার (১৯ মার্চ) রাতে নিজের ফেসবুকে ছবিটি প্রকাশ করেছেন ন্যান্সি।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’
অপর এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’
এর আগে, একাধিকবার আওয়ামী লীগের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ন্যান্সি।