আমরা ইসরায়েলি কোম্পানি নই: বাটা

দেশের বিভিন্ন স্থানে বাটার শো রুমে ভাঙচুর লুটপাট হয়েছে। ইসরায়েলের প্রতিষ্ঠান দাবি করে এসব প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাটার সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা কিংবা বাটা ইসরায়েলি মালিকানাধীন- তথ্যটি ভুল।

সোমবার (৭ এপ্রিল) রাতে বাটার ভেরিফায়েড ফেসবুক পেজে গ্রাহকদের উদ্দেশ্যে একটি বার্তা দেয় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাটা গ্লোবাল চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত একটি ব্যক্তিমালিকানাধীন, পারিবারিক মালিকানাধীন সংস্থা, যার সংঘাতের সাথে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। এটা অত্যন্ত দুঃখজনক যে,  বাংলাদেশে আমাদের কিছু রিটেইল প্রতিষ্ঠান ভাঙচুরের শিকার হয়েছে, যা মূলত এসব মিথ্যা তথ্যের কারণে ঘটেছে।

bata

বাটা জানায়, আমরা সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই। গুণগত মান এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধার দৃঢ় অঙ্গীকার নিয়ে বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে ব্যবসা করে আসছে।