বাবা হারালেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বাবা হারালেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাঁর বাবা মুহাম্মদ আসলাম মঙ্গলবার (১২ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।
 
তিনি লিখেছেন, ‘আমার ‘আয়রন ম্যান’-কে শেষ বিদায়। ভালোবাসায় শান্তিতে থাকুন, আবু জি। আমাদের জন্য দোয়া করবেন। পোস্টের সঙ্গে তিনি বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন।’
 
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৭ বছর বয়সী মোহাম্মদ আসলাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কয়েক মাস আগে হার্ট অ্যাটাক হয়েছিল। মঙ্গলবার আসরের নামাজের পর লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
 

আতিফ আসলাম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়ক, বিশেষ করে ভারতীয় চলচ্চিত্রে গান গাওয়ার জন্য তিনি বেশি পরিচিত। ১৯৮৩ সালে জন্মগ্রহণ করা এই শিল্পী ২০০০-এর দশকের শুরুর দিকে প্রথম অ্যালবাম জলপরী দিয়ে সংগীতজীবন শুরু করেন। মূলত উর্দু ভাষায় গান করলেও তিনি একাধিক ভাষায়ও গান গেয়েছেন।

সঙ্গীতে অবদানের জন্য আতিফ আসলাম তমঘা-ই-ইমতিয়াজ ও লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস-সহ একাধিক সম্মানজনক পুরস্কার পেয়েছেন। অভিনয় করেছেন বোল নামের একটি চলচ্চিত্রে। এছাড়া ফোর্বস এশিয়ার ১০০ তারকার তালিকায়ও স্থান পেয়েছেন এই কণ্ঠশিল্পী।