ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সঙ্গে ভর্তি হয়েছে একমাত্র সন্তান পদ্মও।
রোববার (১৭ আগস্ট) সকালে জ্বরে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান পরীমণি। চিকিৎসকের পরামর্শে সেখানেই ভর্তি হন তিনি ও তার শিশু সন্তান।
এর আগেই ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের অসুস্থতার খবর শেয়ার করেছিলেন পরী। জানান, পদ্ম ১০২ ডিগ্রি জ্বরে ভুগছে। তবে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেননি তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, পরীমণিও তীব্র অসুস্থতায় ভুগছেন। প্রচণ্ড জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টে কাবু হয়ে পড়েছেন তিনি। স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পেরে নেবুলাইজের সাহায্যে শ্বাস নিচ্ছেন নায়িকা। শরীরে তীব্র ব্যথা থাকায় পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছিল।
আজ দুপুরে এক পোস্টে হাসপাতালের প্রতি ক্ষোভ প্রকাশ করে পরীমণি লিখেছেন-এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!
চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরীকে ওষুধ দেওয়া হয়েছে। এখন কিছুটা সুস্থ বোধ করছেন তিনি। তবে পুরোপুরি সেরে উঠতে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে।