জুলাই মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তৌহিদের অবস্থান শনাক্ত করে আমাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সোমবার জানিয়েছেন, তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৭ দিনের রিমান্ড আবেদন করেছি।
উল্লেখ্য, ১৭ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তৌহিদের বাবা ও মাইটিভি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকেও গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে আছেন।
মামলাটি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে, কারণ তৌহিদ আফ্রিদি দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত।