পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী রেহাম রফিক সাম্প্রতিক সময়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। তার ছোটবেলার একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় এই আলোচনা ও সমালোচনা।
‘পারওয়ারিশ’ নাটকে আমাল সুলাইমান চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হন রেহাম। বিশেষ করে কিশোরী ও তরুণী মেয়েরা তার চরিত্রের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাওয়ায় তিনি অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন। তবে সেই জনপ্রিয়তার মাঝেই এবার বিরূপ প্রতিক্রিয়ায় পড়তে হলো তাকে।
সম্প্রতি রেহামের শৈশবের একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে একটি মঞ্চে নাচতে দেখা যায়, যা নিয়ে নানামুখী মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ ভিডিওটি প্রশংসার চোখে দেখলেও, অনেকেই নেতিবাচক মন্তব্য করতে ছাড়েননি।
একজন মন্তব্য করেছেন, ‘সে ছোটবেলা থেকেই এটা করছে।’ আরেকজন লিখেছেন, ‘ছোটবেলায় তাকে দেখতে খারাপ লাগতো, এখনও সে তেমনই আছে।’- এমন অশালীন ও আক্রমণাত্মক মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটির মন্তব্যঘর।
মূলত নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় পথচলা শুরু করলেও রেহাম রফিক তার ক্যারিয়ারের স্থায়িত্ব নিশ্চিত করতে অভিনয়ে মনোনিবেশ করেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নৃত্যে তেমন ভবিষ্যৎ না থাকায় আমি অভিনয়ে এসেছি।’ তার অভিনয় দক্ষতা ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
ছোটবেলা থেকেই মিডিয়ার সঙ্গে যুক্ত রেহাম নিজেকে একজন পরিণত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তবে ভাইরাল ভিডিও এবং ঘিরে তৈরি হওয়া সমালোচনার ঝড় তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।