বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরে লিটনদের শুভকামনা জানিয়ে প্রশংসা কুড়ালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, তিনি বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরে হাতে Bangla Tigers লেখা পতাকা ধরে আছেন। ক্যাপশনে পাকিস্তানি অভিনেত্রী লিখেছেন, ‘এসো বাংলা টাইগার্স‘। সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকাসহ ভালোবাসার ইমুজি।
যদিও পরে জানা গেছে ছবিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে তৈরি। তারপরও হানিয়ার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এতে দেড় লাখের বেশি প্রতিক্রিয়া আসে এবং হাজারো ভক্ত মন্তব্য করেন। অনেকেই বাংলাদেশ দলকে শুভকামনা জানানোর জন্য হানিয়ার প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। উত্তেজনাময় সেই ম্যাচে চার উইকেটে লঙ্কানদের হারায় লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।