এক শিশুকে গালাগাল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডাইটেক (DITECH-একটি এন্টারপ্রাইজ টেকনোলজি সলিউশন কোম্পানি) তাদের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত দুই কর্মীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে বসে শিশুটিকে অপমানজনক ও কড়া ভাষায় গালমন্দ করছেন, যা অনলাইনে তীব্র প্রতিক্রিয়া ও দেশব্যাপী ক্ষোভের জন্ম দেয়।
ডাইটেক তাদের বিবৃতিতে জানিয়েছে, ভিডিওতে দেখা যাওয়া ঘটনার সঙ্গে দুই কর্মী জড়িত এবং বিষয়টি সামনে আসার পর তাৎক্ষণিকভাবে তাদের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে, যাতে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা যায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।
প্রতিষ্ঠানটি বলেছে, ডাইটেক সহিংসতা, অসদাচরণ ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে 'শূন্য সহনশীলতা নীতি' (Zero Tolerance Policy) অনুসরণ করে। শিশুদের প্রতি এমন আচরণ প্রতিষ্ঠানের মূল্যবোধ ও নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী, যা জনআস্থাকে প্রশ্নবিদ্ধ করে এই অবস্থান থেকে ডাইটেক কখনও বিচ্যুত হবে না বলেও উল্লেখ করা হয়।
ডাইটেক এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে যারা বিষয়টি সামনে এনেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে।