ছাদ থেকে পড়ে অভিনেতার মৃত্যু

নেটফ্লিক্স এবং নিকেলোডিয়নের অসংখ্য জনপ্রিয় চরিত্রে কণ্ঠদান করে ব্যাপক পরিচিতি লাভ করা ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো গত ২৬ নভেম্বর মারা গেছেন। মর্মান্তিক এক দুর্ঘটনায় ৫৫ বছর বয়সে মৃত্যু হয় এই প্রতিভাবান অভিনেতার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত দ্য স্টারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ নভেম্বর সকালে সাও পাওলোতে তার মা-বাবার বাড়িতে সংস্কারের কাজ তদারক করছিলেন টনি জার্মানো। এই সময়েই হঠাৎ তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছেন অভিনেতা।

অভিনেতার মুখপাত্র এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, দুর্ঘটনার ফলে গুরুতর আঘাত পাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, টনি নিষ্ঠা, উদারতা ও অপরিসীম প্রতিভার এক উত্তরাধিকার রেখে গেছেন, যা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জনকারী সবাইকেই স্পর্শ করেছে।

ব্রাজিলিয়ান তারকা টনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। শিশুতোষ টেলিভিশন চ্যানেল নিকেলোডিয়নের নিকি, রিকি, ডিকি অ্যান্ড ডন এবং ডিজনির লাইভ-অ্যাকশন বিউটি অ্যান্ড দ্য বিস্টে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টনি। পাশাপাশি গো, ডগ, গো’র মতো নেটফ্লিক্স শোয়েও কণ্ঠ দিয়েছেন। এলেনা অব অ্যাভালর, দ্য মাপেটস এবং শেরিফ ক্যালির ওয়াইল্ড ওয়েস্টেও অবদান রয়েছে এ অভিনেতার।