ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

শিল্পায়ন, যানবাহনের কালো ধোঁয়া ও অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকার বাতাস দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। এর ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী। বাতাসের মান অনুযায়ী আজকের আবহাওয়া ‘খুবই অস্বাস্থ্যকর’।

শনিবার সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৫২।

আইকিউএয়ারের তালিকায় ২৬৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। ২৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি। এছাড়া ২০৮ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। ঢাকার বর্তমান বাতাস এই পর্যায়ের অন্তর্ভুক্ত। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দেওয়া হয়।

স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলা হয়। আর স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।