২৫ ডিসেম্বর শুভ বড়দিন। যিশু খ্রিষ্টের জন্মদিন তথা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবের দিনে প্রকৃতিতে থাকবে শীতের আমেজ। এবারের বড়দিনটি মূলত শুষ্ক এবং হালকা ঠান্ডার মধ্য দিয়ে অতিবাহিত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বড়দিনের দিন সারাদেশে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। তবে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা বেশি অনুভূত হতে পারে।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
সেই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হালকা হিমেল বাতাসের কারণে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলের তুলনায় শীতের প্রকোপ কিছুটা বেশি থাকবে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, নদী অববাহিকাসহ দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। সূর্য ওঠার পর কুয়াশা কিছুটা কমলেও সকালের দিকে শীতের অনুভূতি বেশ প্রবল থাকবে। তবে দুপুরের দিকে দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার রেশ থেকে যেতে পারে।
উৎসবের আমেজে বাইরে ঘোরাঘুরির জন্য দুপুরের সময়টি সবচেয়ে অনুকূল থাকবে। এ ছাড়া সূর্যাস্তের পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। যারা রাতে গির্জা বা উন্মুক্ত স্থানে উৎসবে অংশ নেবেন, তাদের জন্য পর্যাপ্ত গরম কাপড় সঙ্গে রাখা জরুরি বলেও জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
শুষ্ক ও শীতল আবহাওয়া উপভোগের পাশাপাশি স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে শীতকালীন পোশাক পরিধানে সচেতন থাকতে বলা হয়েছে। ধুলোবালি ও ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে পরিবারের সঙ্গে আনন্দময় উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছে বিডব্লিউওটি।