আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হতে যাচ্ছে নতুন বছর ২০২৬। তবে নতুন বছরের প্রথম দিনটি দেশবাসীকে বরণ করে নিতে হবে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদরে। বর্তমানে দেশের ২১টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বছরের প্রথম দিনেও অব্যাহত থাকতে পারে।
বুধবার (৩১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস আরও জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনভর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে হাড় কাঁপানো শীতের অনুভূতি বজায় থাকবে।
নতুন বছরের শুরুতে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের কুয়াশা ও শীতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।