শ্রীমঙ্গলের চা বাগানে মিলল আহত মদন টাক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে আহত একটি মদন টাক পাখি উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে এর চিকিৎসা চলছে।  পাখিটির একটি পায়ের হাঁটু ভেঙ্গে গেছে।

জানা যায়, গতকাল বুধবার(২৭ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে গুরুতর আহত অবস্থায় একটি মদনটাক পাখি উদ্ধার করে স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ) টিম। উদ্ধার করে চিকিৎসা দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার আছে পাখিটি। উদ্ধার অভিযানে ছিলেন সোহেল শ্যাম, খোকন থৌনাউজম,কাজল হাজরা, দ্বীপ চক্রবর্তী, পাপ্পু ধর।
 
এছাড়াও Creative Conservation Alliance -ও সহযোগিতা করে পাখিটার সেবা শুশ্রূষায়। উদ্ধারের সময় বনবিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট তাজুল ইসলাম ও সুব্রত সরকার। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ও গতকাল বুধবার দুই দফায় পাখিটিকে প্রাণীসম্পদ ডাক্তার দেখানো হয়েছে। পাখিটি যাতে দাঁড়াতে পারে সেজন্য হাঁটুতে ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। পাখিটি সুস্থ্য হলে ছেড়ে দেয়া হবে বলেও জানান।