পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

পঞ্চগড়ে বেড়েছে শীত ও ঘন কুয়াশার প্রভাব। নভেম্বরের শেষ ভাগে এসে শীত জেঁকে বসেছে উত্তরের এই জেলায়। দিনে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হতে থাকে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে ঠাণ্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত এক সপ্তাহ ধরে ১৩ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা।

এদিকে হঠাৎ ঠাণ্ডা বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্নআয়ের মানুষদের। এ ছাড়া তাপমাত্রা নামার সাথে সাথে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। বিশেষ করে সর্দি, কাশি, অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একইসাথে জ্বরের প্রকোপ বেড়েছে।

এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। 

পঞ্চগড় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠাণ্ডা বাতাস কারণে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের চেয়ে কম হয়ে থাকে।