কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এটি। এ জেলায় টানা ১০ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

এদিকে, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে কুয়াশার আড়ালে সূর্যের আলোর দেখা মিলেছে। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়তে শুরু করে।

আবহাওয়া পরিবর্তনের কারণে পাল্লা দিয়ে বেড়েছে জ্বর-সর্দিসহ শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। জেলার আধুনিক সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন শীত জনিত রোগ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

আগামী কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা বাড়ার আশঙ্খা রয়েছে বলেও জানান তিনি।