আজও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

মৌসুমের শুরুতেই ঠান্ডার প্রকোপে অতিষ্ঠ উত্তরের জেলা নওগাঁর জনজীবন। যতই দিন যাচ্ছে ততই ঠান্ডার প্রকোপ বাড়ছে।

রোববার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ সঙ্গে হালকা বাতাস বইছে। ঘন কুয়াশার কারণে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে সড়কে চলছে যাববাহন।

ঠান্ডার প্রকোপে পাল্লা দিয়ে বেড়েছে জ্বর-সর্দিসহ শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। জেলার আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন শীত জনিত রোগ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজকে নওগাঁ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার ঘনত্বও বেশি। এই মাসজুড়ে ঠান্ডা প্রকোপ এমনটাই থাকতে পারে বলে জানান তিনি।