‘প্লাস্টিক বোতল দিন, পরিবেশ বন্ধু গাছ নিন’, ‘দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নেব শ্বাস’ এ স্লোগানকে সামনে রেখে প্লাস্টিকের বোতলের বিনিময়ের গাছ বিতরণের এক ব্যতিক্রমী আয়োজন করেছে বরিশাল বিডি ক্লিন টিম। অর্থাৎ একটি বোতল দিলেই মিলেছে পরিবেশ বন্ধু একটি গাছ।
তারুণ্যের উৎসব উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মেলায় বিডি ক্লিনের স্টলে চলে এ ব্যতিক্রমী আয়োজন।
মেলায় আগত দর্শনার্থী উম্মে হাবিবা বলেন, বোতল দিয়ে গাছ বিনিময়ের আয়োজনটা দারুণ লেগেছে। এছাড়া তাদের চারদিকে ব্যানারে লেখা স্লোগানগুলো মনোমুগ্ধকর হয়েছে। তার মধ্যে, দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নেব শ্বাস, ফেললে ময়লা যত্রতত্র সবার হবে জীবন নাশ। এসব স্লোগান কেউ বুঝতে পারলে সে ভেতর থেকেই পরিবর্তন হবেন।
বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, ফেলে দেয়া বোতলের বিনিময়ে গাছ বিতরণের বিষয়টি বরিশালবাসীর মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। আর এই জমানো বোতলগুলো দিয়ে ডাস্টবিনে তৈরি করে বিভিন্ন স্থানে রাখা হবে।
তিনি জানান, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজংয়ের উদ্যোগে এমন আয়োজন সম্ভব হয়েছে। তার সহযোগীতার কারণেই এমন একটি আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে বিডি ক্লিন টিমের পক্ষ থেকে।