বসন্তের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা

বসন্তের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি আর মৃদু বাতাসে সৃষ্টি হয় অন্যরকম এক পরিবেশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি নামে। 

এ সময় রাজধানীর শান্তিনগর, মালিবাগ, কাকরাইল, পল্টন, পান্থপথ, শুক্রবাদ, ধানমন্ডির কিছু অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, নীলক্ষেতসহ বেশ কিছু এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিন দেশের আরও কয়েক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
 
এদিকে বৃষ্টির কারণে অফিস ফেরত এবং কেনাকাটায় ব্যস্ত মানুষজন পড়েন ভোগান্তিতে। অনেক ভ্রাম্যমাণ দোকান বৃষ্টির কারণে বন্ধ করে দেন দোকানিরা। আর পথচারীদের অনেককে বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতেও দেখা গেছে।

 
 
আবহাওয়া দফতরের তথ্যমতে, ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতি কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
 
আবহাওয়া বার্তায় জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া এর পরের ২৪ ঘণ্টা রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।