রাতের মধ্যেই দেশের ১৩ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ মে) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, সোমবার রাত ১টার মধ্যে টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে সাতক্ষীরায় ১০৮ মিলিমিটার ছাড়াও বগুড়ায় ২৭, পাবনার ঈশ্বরদীতে ২৬, পঞ্চগড়ের তেঁতুলিয়া ও রাজশাহীতে ২৪, বান্দরবানে ২২, নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরে ২২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।