আগামী ২৫ আগস্টের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশে অনেক স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কম-বেশি বৃষ্টি হতে পারে সারাদেশেই।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
পূর্বাভাসে জানা যায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। সেইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষরেখা রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে দমকা হাওয়া এবং কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।
সোমবার (২৫ আগস্ট ) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট ) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে।
বুধবার (২৭ আগস্ট ) সন্ধ্যা ৬টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
আবহাওয়া অফিস জানিয়েছে, ৪ দিন মেয়াদি বর্ধিত পূর্বাভাসে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।