ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

ভাদ্র মাসের ১৮ তারিখ আজ। ঋতুচক্র অনুযায়ী এখন চলছে শরৎকাল। কিন্তু বাহিরের তাপমাত্রার উর্ধ্বমুখী মনে করিয়ে দেয় গ্রীষ্মের কথা। ভাদ্রের এই তালপাকা গরমে অতিষ্ঠ জনজীবন। 

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও তা প্রয়োজনের তুলনায় কম। মেঘ-বৃষ্টির এই খেলা চললেও কমছে না গরম। বরং গত দুই একদিন গরমের তীব্রতা আরও বেড়েছে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অবস্থানে রয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালসহ বড় শহরগুলোতে দিনের তাপমাত্রা ২৫–৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। রাতের তাপমাত্রাও কমছে না খুব একটা।

আবহাওয়াবিদরা বলছেন, ভাদ্র (আগস্ট-সেপ্টেম্বর) মূলত বর্ষার শেষ অংশ। এ সময় বৃষ্টি কমে এলেও আর্দ্রতা থাকে অনেক বেশি। ফলে ঘাম বেশি হয়, আর গরমও বেশি অনুভূত হয়। তাছাড়া বৃষ্টি কমে যাওয়ার ফলে আকাশ পরিষ্কার থাকে, সূর্যের তাপ সরাসরি মাটিতে পড়ে এবং তা থেকে তাপ বিকিরণ বাড়ে। আবার বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শরীর ঘাম ঠিকমতো শুকাতে পারে না। এর ফলে গরম বেশি লাগে, ক্লান্তি ও অস্বস্তি বাড়ে। এছাড়াও জলবায়ু পরিবর্তন প্রভাবের কারণে মৌসুমগুলো একটু এলোমেলো হচ্ছে। তাই ভাদ্রেও তীব্র গরম অনুভূত হয়।