দেশের চারটি বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের প্রায় সব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর প্রভাব এখন বেশ সক্রিয়। এর একটি অংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। আরেকটি অংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগরের দিকে।
এ কারণে দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা দেখা যাচ্ছে। এর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বা ভারী বর্ষণও হতে পারে।
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিপাতের ধারা আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। বৃষ্টি অব্যাহত থাকলে নদ-নদীর পানি কিছুটা বাড়তে পারে।