দেশের সাতটি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার স্বাক্ষরিত সতর্ক বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা ঝড়ের প্রভাবের আওতায় থাকবে।
দেশের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলবর্তী এলাকায় অবস্থানরত মানুষদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের ঝড় বিশেষত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসতে পারে, যা নৌযান চলাচল ও উপকূলীয় এলাকায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই নদীবন্দর ও আশপাশের এলাকায় থাকা মানুষদের সাবধান থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।