ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে লঘুচাপ 

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো শক্তি বৃদ্ধি করে সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। 

আবহাওয়া তথ্যে তারা জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

তারা জানায়, সেই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরো শক্তি বৃদ্ধি করে সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।  এটি আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।  

বিডব্লিউওটি জানিয়েছে, এর প্রভাব সরাসরি বাংলাদেশে না পড়লেও, আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) এবং শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে প্রায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে।