সারা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে শুরু করে আগামী রোববার (১২ অক্টোবর) পর্যন্ত বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে ৫ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।
বিভাগভিত্তিক আবহাওয়া অফিসের পূর্বাভাস
বুধবার (৮ অক্টোবর)- রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সব বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর)- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুরের দু'এক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
শুক্রবার (১০ অক্টোবর)- উল্লিখিত ছয় বিভাগের পাশাপাশি রাজশাহী ও রংপুরের আরও কিছু অঞ্চলেও বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর)- ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহেও দু'এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (১২ অক্টোবর)- খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা।
সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে এবং মৌসুমি বায়ুর বিদায়ের সম্ভাবনাও রয়েছে।