দেশজুড়ে শীতের আগমনী বার্তা, কমছে তাপমাত্রা

দেশজুড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। আজ রাত থেকেই সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে, দিনের তাপমাত্রাও সামান্য কমবে।পরবর্তী চার দিনেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে ভোরে উত্তরাঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে।

তৃতীয় দিন (১০ নভেম্বর) থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। চতুর্থ দিন (১১ নভেম্বর) তাপমাত্রা আবার কিছুটা নামতে পারে, যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও একই ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠবে। বিশেষ করে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে রাতের শেষ ভাগে হালকা ঠান্ডা বাতাস ও কুয়াশা শীতের উপস্থিতি জানান দেবে।