দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, এই লঘুচাপটি প্রথমে বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা ছিল, তবে বর্তমানে এর দিক পরিবর্তিত হয়ে ভারতের দিকে এগোচ্ছে। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপর তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
কাজী জেবুন্নেছা বলেন, তবে এটি বাংলাদেশে আঘাত হানবে কী না, তা আরও পরে জানা যাবে। এর প্রভাবে দেশে বৃষ্টি হবে কী না তা-ও বলে যাবে পরে। কারণ, এটি নিচের দিকে। তার মানে ভারতের তামিলনাড়ুর দিকে।
এদিকে রোববার (২৩ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গতকালের লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপে পরিণত হয়ে এটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘণীভূত হতে পারে।
এছাড়া আজ সারাদেশের আবহাওয়া স্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে। তবে আগামীকাল ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।।